ভারী কাপড় পরিষ্কারের সহজ উপায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১৭:১৮

লন্ড্রিতে ড্রাই ওয়াশ করার খরচ বাঁচানোর উপায় রয়েছে হাতের কাছেই।


শীত শেষ হয়েছে বেশ কদিন হল। বিছানা থেকে লেপ, কম্বল উঠেছে। আলমারিতে শীতের পোশাকগুলোর জায়গা বদলেছে। এখন পরিষ্কার করে সব তুলে রাখার পালা।


কম্বল, কোট, সোয়েটার ইত্যাদি অনেকেই ‘ড্রাই ওয়াশ’য়ের জন্য লন্ড্রিতে দেন। তবে তার খরচটাও কম নয়।


তবে এই কাজটাও সহজে নিজেই করে ফেলতে পারবেন। শুধু জানতে হবে সঠিক পদ্ধতি।


যুক্তরাষ্ট্রের বিভিন্ন গৃহস্থালী পণ্য তৈরির প্রতিষ্ঠান ‘প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল’য়ের জ্যেষ্ঠ উদ্ভাবক ও কাপড় সুরক্ষার অভিজ্ঞ কর্মকর্তা লরা গুডম্যান বলেন, “অনেকেরই ধারণা শীতের কাপড়গুলো ‘ড্রাই ওয়াশ’ই করতে হবে, অন্যথায় নষ্ট হয়ে যাবে। আসলে তা নয়, পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে কোনো সমস্যা নেই।”


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও