আইপিওতে এলে শেয়ারবাজারে বিনিয়োগ বাধ্যতামূলক বীমা কোম্পানির জন্য শর্ত
শেয়ারবাজারের বাইরে থাকা বীমা খাতের ২৬ কোম্পানিকে তাদের মূলধনের কমপক্ষে ২০ শতাংশ বিনিয়োগের শর্ত পূরণে বীমা নিয়ন্ত্রক সংস্থার সহায়তা চেয়ে চিঠি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে বীমা নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) এ চিঠি পাঠানো হয়েছে।
বীমা কোম্পানির লাইসেন্সের শর্ত হিসেবে ব্যবসা কার্যক্রম শুরুর তিন বছরের মধ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার আইনি বিধান পরিপালন করাও বাধ্যতামূলক। শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে কমপক্ষে ৩০ কোটি টাকা মূলধন থাকতে হয়।
বর্তমানে অ-তালিকাভুক্ত ২৬ বীমা কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকার কম। বেশিরভাগের পরিশোধিত মূলধন এখনও ২০ কোটি টাকার নিচে। তাই নূ্যনতম পরিশোধিত মূলধন থাকার এ শর্ত পরিপালন থেকে অব্যাহতি দিয়ে গত বছরের ৫ জানুয়ারি নির্দেশনা জারি করে বিএসইসি। একই সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অধ্যাদেশ ১৯৬৯ এর ২সিসি ধারার ক্ষমতা বলে তালিকাভুক্ত হতে চাইলে মূলধনের ২০ শতাংশ তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ থাকার বাধ্যবাধকতা আরোপ করে।
বিএসইসির নির্বাহী পরিচালক রেজাউল করিম আইডিআরএ চেয়ারম্যানকে পাঠানো চিঠিতে এ বিষয়টি উল্লেখ করে বলেন, অ-তালিকাভুক্ত ২৬ বীমা কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে চাইলে মূলধনের অন্তত ২০ শতাংশ বাধ্যতামূলক বিনিয়োগের শর্ত রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কেউই আইপিওতে আসার কোনো উদ্যোগ নেয়নি।