কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রমজানে ইয়েমেনে যুদ্ধ বিরতির ঘোষণা সৌদি জোটের

www.ajkerpatrika.com ইয়েমেন প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ১০:০৮

রমজানে ইয়েমেনে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মঙ্গলবার গভীর রাতে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে মুসলমানদের পবিত্র মাস রমজানে যুদ্ধ বন্ধ রাখতে জাতিসংঘের আহ্বানকে সম্মান জানিয়ে বুধবার থেকে সামরিক অভিযান বন্ধ করবে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 


জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্ক আল-মালকির এক বিবৃতি উদ্ধৃত করে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, ‘জোটের যৌথ বাহিনীর কমান্ড ইয়েমেনের অভ্যন্তরে বুধবার সকাল ৬টা থেকে সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে।’ ইয়েমেনের সংকটের অবসান এবং সংকটের রাজনৈতিক সমাধান নিশ্চিতে পৌঁছানোর আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যেই এই সিদ্ধান্ত এল। 


জাতিসংঘের পক্ষ থেকে প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধ বিরতির প্রস্তাবে—হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বন্দরে জ্বালানি তেল বহনকারী জাহাজগুলোকে ভেড়ার অনুমতি দেওয়া ও সানা বিমানবন্দর থেকে অল্পসংখ্যক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার বিষয়টিও উত্থাপন করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও