কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

হিমালয়ে রাশিয়ান পর্বতারোহীদের নিষিদ্ধ করার আহ্বান ইউক্রেনের

জাগো নিউজ ২৪ নেপাল প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ২১:০২

ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিন সৈন্য পাঠানোর পর ইউক্রেনীয় কূটনীতিক ও পর্বতারোহীরা নেপালকে হিমালয় শৃঙ্গে রাশিয়ানদের নিষিদ্ধ করার আহ্বান জানায়। কিন্তু তা সত্ত্বেও এবারের বসন্ত মৌসুমে নয়জন রাশিয়ানকে হিমালয়ে আরোহণের অনুমতি দিয়েছে দেশটি। খবর বিবিসির।


দিল্লির ইউক্রেনীয় দূতাবাস থেকে বলা হয়েছে, তারা গত ২১ মার্চ ভারতের রাজধানীতে নেপালী দূতাবাসের কাছে এ বিষয়ে একটি কূটনৈতিক নোট পাঠিয়েছে। যদিও নেপালি দূতাবাসের পক্ষ থেকে সেটি অস্বীকার করা হয়েছে। সেখানের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এই বিষয়ে কোনো নোট পাননি।


অনেক আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন রাশিয়ান ক্রীড়াবিদদের নিষিদ্ধ করেছে উল্লেখ করে ওই নোটে বলা হয়, উপরোক্ত বিষয় বিবেচনাপূর্বক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত নেপালকে রাশিয়ান পর্বতারোহীদের হিমালয়ে আরোহণ নিষিদ্ধ করতে অনুরোধ করা হলো। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও