![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F82b37fe5-5d97-425b-9eed-ae0081e75c65%252F7fq2uib8_buttler_ashwin_bcci_625x300_04_April_19.webp%3Frect%3D0%252C0%252C806%252C453%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
মানকাডিং অতীত, অশ্বিনের সঙ্গে একই দলে রোমাঞ্চিত বাটলার
২০১৯ সালের আইপিএলে জস বাটলারকে রবিচন্দ্রন অশ্বিনের মানকাডিং আউটের কথা মনে আছে? বাটলার তখনো রাজস্থান রয়্যালসেরই খেলোয়াড় ছিলেন আর অশ্বিন ছিলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক।
ভারতের স্পিনার বোলিং করার সময় দেখলেন, বল ছাড়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন বাটলার। এরই সুযোগ নিয়ে অশ্বিন তাঁকে মানকাডিং করেছিলেন। এবারের আইপিএলে তাঁরা দুজন সতীর্থ। আজ রাজস্থান রয়্যালসের হয়ে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন অশ্বিন ও বাটলার।