![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2022/03/29/christian-eriksen-290322-01.jpg/ALTERNATES/w640/christian-eriksen-290322-01.jpg)
সেই পারকেন স্টেডিয়ামে ফেরার অপেক্ষায় এরিকসেন
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১৯:০৯
সাড়ে নয় মাস আগে যেখানে নিভে যেতে বসেছিল তার জীবন প্রদীপ, সেই পারকেন স্টেডিয়ামের সবুজ আঙিনায় ফিরতে যাচ্ছেন ক্রিস্তিয়ান এরিকসেন।
ম্যাচটিকে বিশেষ কিছু হিসেবে দেখছেন ডেনমার্কের এই মিডফিল্ডার। এবার ভক্তদের এখানে নতুন স্মৃতি উপহার দিতে চান তিনি।