জিন্স কত সময় পর পর ধোয়া উচিত?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১৮:৩৫
কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে একমাত্র অন্তর্বাসই একদিন ব্যবহারের পরই ধোয়া আবশ্যক।
তবে অন্যান্য পোশাকের ক্ষেত্রে ঠিক কতবার পরার পর তা পরিষ্কার করা উচিত সে বিষয়ে কোনো নির্দিষ্ট দিক নির্দেশনা নেই।
জিন্স কাপড়ের প্যান্টের ক্ষেত্রে ব্যাপারটা আরও ঘোলাটে হয়ে যায়। কেউ তা দুবার পরেই ধুয়ে ফেলেন। কেউ আবার এক ধোয়ায় দুই মাস পার করে দেওয়ার পায়তারা করেন।
পরিচ্ছন্নতার দিক থেকে জিন্স অনেকদিন পর্যন্ত না ধুয়ে পরার অভ্যাসটাকে নোংরা মনে হতে পারে। তবে তা ধোয়া যেমন কষ্ট তেমনি যত ধোয়া হবে ততই এর নতুনত্ব কমবে।
- ট্যাগ:
- লাইফ
- জিন্স প্যান্ট
- কাপড় ধোয়া
- জিন্স