কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শান্তি আলোচনার জন্য ইউক্রেইনের প্রতিনিধি দল তুরস্কে

বিডি নিউজ ২৪ ইস্তাম্বুল প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১০:৪৫

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার জন্য ইউক্রেইনের একটি প্রতিনিধি দল তুরস্কের ইস্তাম্বুল শহরে পৌঁছেছে।


মঙ্গলবার ইস্তাম্বুলের স্থানীয় সময় সকাল ১০টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।


বিবিসি জানিয়েছে, ইউক্রেইনের প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এবং প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা মিহাইল পদোইলাক।


এই প্রতিনিধি দলটি জানিয়েছে, আলোচনায় তাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে যুদ্ধবিরতি।


তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানের উদ্যোগে দুই সপ্তাহেরও বেশি সময় পর এই প্রথম রাশিয়া ও ইউক্রেইনের প্রতিনিধিরা মুখোমুখি আলোচনায় বসছেন।


আলোচনায় ইউক্রেইন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো সামরিক জোটে যোগ দেওয়ার ইচ্ছা ত্যাগ করবে, রাশিয়ার এ দাবিও প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ ইস্যুতে তিনি আপস করতে ইচ্ছুক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও