অস্কার: চড় মারার জন্য ক্রিস রকের কাছে ক্ষমা চাইলেন উইল স্মিথ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ১০:০৮

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে চড় মারার ঘটনায় অনুষ্ঠানের সঞ্চালক ক্রিস রকের কাছে ক্ষমা চেয়েছেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ।


সোমবার অস্কারের আয়োজক প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস উইল স্মিথের ওই ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার একটি ‘আনুষ্ঠানিক পর্যালোচনা’ শুরুর ঘোষণা দেওয়ার পর ক্ষমা প্রর্থনা করে স্মিথের বিবৃতি আসে।


রোববার রাতে অস্কারের পুরস্কার বিতরণী চলার সময় উইল স্মিথের স্ত্রী পিনকেট স্মিথের মুণ্ডিত মাথা নিয়ে রসিকতা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক, যা সহ্য হয়নি উইল স্মিথের। তাই তিনি মঞ্চে উঠে চড় কষিয়েছিলেন।


পিনকেট স্মিথ নিজেও একজন অভিনেত্রী, এখন তাকে চুলছাড়া দেখা গেলেও আগে তেমন ছিলেন না। ২০১৮ সালে এলোপিশিয়া রোগে আক্রান্ত হওয়ার পর তার চুল ঝরে যায়।


চড় মারার কিছুক্ষণ পর এবারের সেরা অভিনেতার পুরস্কারের জন্য উইল স্মিথের নাম ঘোষণা করা হয়। পুরস্কার নেওয়ার সময় দেওয়া বক্তব্যে ওই ঘটনার জন্য অ্যাকাডেমি এবং সহমনোনীতদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কিন্তু ক্রিস রকের নাম তিনি তখন নেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও