স্বাধীনতার ঘোষণা নিয়ে অহেতুক বিতর্ক

জাগো নিউজ ২৪ বিভুরঞ্জন সরকার প্রকাশিত: ২৯ মার্চ ২০২২, ০৯:৫৬

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বলে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রকৃতঅর্থে তা-ই ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। সেই ঘোষণায় উদ্দীপ্ত হয়েই বিভিন্ন স্থানে শুরু হয়েছিল প্রতিরোধ সংগ্রাম। ১৯ মার্চ জয়দেবপুরে সশস্ত্র পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ঐক্যবদ্ধ সাধারণ বাঙালি। বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেছিল চট্টগ্রামেও।


বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনার নামে প্রহসন-পর্ব শেষে ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে শুরু হয়েছিল অপারেশন সার্চলাইট। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল পৌঁছে যায় ধানমন্ডির ৩২ নম্বর রোডে অবস্থিত শেখ মুজিবের বাড়ির সামনে। লেফটেন্যান্ট কর্নেল জহির আলম খানের নেতৃত্বে পঞ্চাশ জন সৈন্য ঢুকে পড়ে বঙ্গবন্ধুর বাড়ির ভেতর। এলোমেলোভাবে গুলি ছুড়তে ছুড়তে দোতলায় ওঠে তারা। প্রবেশ করে মুজিবের শোবার ঘরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও