You have reached your daily news limit

Please log in to continue


মঙ্গোলিয়া অধিনায়কের স্মৃতিতে ২১ বছর আগের ম্যাচ

১৯ ফেব্রুয়ারি, ২০০১। সৌদি আরবের দাম্মামে ২০০২ বিশ্বকাপের বাছাইয়ের মুখোমুখি বাংলাদেশ-মঙ্গোলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের খেলা চলছে। জয়ের পথে তখনও বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে ২-২ ড্রয়ের আনন্দে মেতে উঠল মঙ্গোলিয়া। উলানবাটোরে নেচে উঠল ১১ বছর বয়সের এক কিশোর, নাম তার টিসেন্ড আইয়ুশ। বর্তমান মঙ্গোলিয়া দলের যিনি অধিনায়ক।

বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ সামনে রেখে সোমবার সংবাদ সম্মেলনে আইয়ুশ মেলে ধরলেন ২১ বছর আগের স্মৃতি। এতগুলো বছরের ধুলে পড়েছে, কিন্তু সে স্মৃতি আজও অমলিন তার কাছে।

“২০০১ সালে আমার বয়স ছিল ১১ বছর। ২০০১ সালে সেদিন মঙ্গোলিয়ায় ছুটির দিন ছিল। দাম্মামে ৯৪ মিনিটে বাংলাদেশের বিপক্ষে গোল করে ড্র করেছিল মঙ্গোলিয়া। সেদিন আমি খুব চিৎকার-উল্লাস করেছিলাম। আমার ফুটবলার হওয়ার জন্য অনেক অনুপ্রেরণাদায়ী ছিল ম্যাচটা। সেদিন থেকেই মঙ্গোলিয়া জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেছি।”

আইয়ুশের সে স্বপ্ন পূরণ হয় ২০০৬ সালে। যে ম্যাচ দেখে স্বপ্নের জাল বুনেছিলেন, সেই দেশের বিপক্ষে খেলতেই এখন তিনি সিলেটে। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডারের বাহুতে শোভাও পাচ্ছে জাতীয় দলের আর্মব্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন