কৌশলে পরিবর্তনের আভাস কাবরেরার
গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ৪-৪-২ ফর্মেশনে খেলে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। কিন্তু এই ফর্মেশনে মঙ্গোলিয়ার বিপক্ষে না খেলার ইঙ্গিত দিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। কেনোনা মালদ্বীপের থেকে টেকনিক্যালি এত উন্নত নয় মঙ্গোলিয়া। হাভিয়ের কাবরেরা মনে করেন, মঙ্গোলিয়া সোজা সাপ্টা ফুটবল খেলতে পছন্দ করে।
আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাভিয়ের কাবরেরা বলেন,'দুটা ম্যাচের পরিকল্পনা ও মনোভাব ভিন্ন রকম হবে। মালদ্বীপ এমন একটা দল, যারা টেকনিক্যালি মেধাবী, তারা বিল্ড-আপের সময় সম্ভবত বেশি ঝুঁকি নেয়। আমার মনে হয়েছে মঙ্গোলিয়া প্রাণ-প্রাচুর ভরপুর দল। মালদ্বীপের মতো কৌশলী নয়, সম্ভবত সোজা সাপ্টা খেলে। তবে নিজেদের ম্যাচের পরিকল্পনা নিয়েই আমাদের মনোযোগী হতে হবে। কিভাবে আমরা কৌশলগুলো রপ্ত করব, মাঠে প্রয়োগ করব, সেদিকে প্রতিপক্ষের চেয়ে বেশি মনোযোগ দিতে হবে। '
মালদ্বীপের কাছে হারায় এই ম্যাচে জয় চায় বাংলাদেশের ফুটবলাররা। সিলেটে তিন দিনের অনুশীলনে তাই রিকভারির দিকেই বেশি মনোযোগ দিয়েছে বাংলাদেশ। কাবরেরা আরও বলেন,'মালদ্বীপ থেকে ফেরার পর আমরা রিকভারির দিকে গুরুত্ব দিয়েছি। একই সাথে ভাবছি নিজের পরিকল্পনার সাথে খেলোয়াড়দের কিভাবে খাপ খাওয়ানো যায়।