আনসার ব্যাটালিয়ন আইনের খসড়া অনুমোদন : বিদ্রোহে মৃত্যুদণ্ড
‘আনসার ব্যাটালিয়ন আইন, ২০২২’এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আনসার ব্যাটালিয়নের কোনো সদস্য বিদ্রোহ বা বিদ্রোহের প্ররোচনা দিলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব করা হয়েছে আইনের খসড়ায়।
আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া উপস্থাপন করে।
বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আইনের বিভিন্ন ধারা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রস্তাবিত আইনের খসড়ায় আনসার বাহিনীর সদস্যদের অপরাধের বিচারের জন্য দুটি আদালত থাকবে। একটি সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালত ও অপরটি বিশেষ আনসার ব্যাটালিয়ন আদালত। সাধারণ অপরাধের বিচার হবে সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ন আদালতে।