কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উড্ডয়নের সময় খুঁটির সঙ্গে প্লেনের ধাক্কা

জাগো নিউজ ২৪ দিল্লি, ভারত প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১৭:২৭

উড্ডয়নের সময় বিমানবন্দরের একটি খুঁটির সঙ্গে ধাক্কা খেলো স্পাইসজেট এয়ারলাইন্সের একটি প্লেন। সোমবার ভারতের দিল্লি এয়ারপোর্টে এই দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।


প্লেনের ধাক্কায় খুঁটি একদিকে কাত হয়ে পড়েছে। অপরদিকে প্লেনের পাখাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে প্লেনে থাকা কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


একটি সূত্র জানিয়েছে, সোমবার (২৮ মার্চ) সকালে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি প্যাসেঞ্জার টার্মিনাল থেকে রানওয়ের দিকে যাওয়ার সময়ই খুঁটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।


প্লেনটি জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা করেছিল। কিন্তু উড্ডয়নের আগেই খুঁটির সঙ্গে এর ডান পাশের পাখার ধাক্কা লাগে।


সংবাদ সংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, দুর্ঘটনার পর ওই প্লেনের যাত্রীদের অন্য প্লেনে করে জম্মু-কাশ্মীরে পাঠানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও