![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F1dc671e7-cbe6-4f1b-a674-494e9917a51c%252FSanghai.jpg%3Frect%3D0%252C0%252C976%252C549%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D700%26dpr%3D1.1)
সাংহাইজুড়ে প্রথমবারের মতো লকডাউন
চীনের সবচেয়ে বড় শহর সাংহাইজুড়ে লকডাউন জারি করা হয়েছে। খবর বিবিসির।
করোনা মহামারি শুরুর পর এই প্রথম সাংহাইজুড়ে লকডাউন জারি করা হলো। কর্তৃপক্ষ বলছে, সাংহাইয়ে দুই দফায় নয় দিনের বেশি লকডাউন জারি থাকবে।
সাংহাইয়ে লকডাউন চলাকালে শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করবে কর্তৃপক্ষ।
চীনের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র সাংহাই। সেখানে প্রায় এক মাস ধরে করোনার সংক্রমণের নতুন ঢেউ চলছে। তবে সাংহাইয়ে করোনা শনাক্তের সংখ্যা খুব বেশি নয়।
শহরটির জনসংখ্যা প্রায় আড়াই কোটি। অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে কর্তৃপক্ষ এত দিন শহরটিতে লকডাউন জারি করা থেকে বিরত ছিল।