‘ঘোড়ার আগেই গাড়ি’

যুগান্তর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত: ২৮ মার্চ ২০২২, ১১:৫৬

শিক্ষাক্রম অনুমোদনের আগে পরীক্ষামূলক প্রয়োগ বা পাইলটিং করার রীতি আছে। এতে ভুলত্রুটি চিহ্নিত হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সংশোধনী এনে চূড়ান্ত করা হয়। কিন্তু প্রাথমিক স্তরের নতুন শিক্ষাক্রম প্রণয়নে তা অনুসরণ করা হয়নি। শুধু তাই নয়, বিবেচনায় নেওয়া হয়নি জাতীয় শিক্ষাক্রম রূপরেখা (এনসিএফ)।


এসব প্রক্রিয়া সম্পন্ন ছাড়াই সেটি অনুমোদন দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)। এ যেন ‘ঘোড়ার আগে গাড়ি’ জুড়ে দেওয়া হয়েছে-এমন মন্তব্য সংশ্লিষ্টদের।


তাদের আরও অভিমত-নতুন শিক্ষাক্রম ও পাইলটিংয়ের ব্যাপারে আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত ও নির্দেশনা আছে। এছাড়া যে কোনো শিক্ষাক্রম অনুমোদনের আগে তা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) সভায় পাশ হতে হয়। কিন্তু এক্ষেত্রে সবকিছু পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এ কারণে একদিকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম সমন্বয়হীন হয়ে পড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও