You have reached your daily news limit

Please log in to continue


শখের এসি এখন মধ্যবিত্তের ঘরে

একসময় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এয়ারকন্ডিশনার (এসি) ছিল শহুরে বিলাসী জীবনের অনুষঙ্গ। এরপর ধীরে ধীরে বিভাগীয় ও জেলাপর্যায়ে উচ্চবিত্তরাও এসি ব্যবহার শুরু করেন। আর সময়ের ব্যবধানে এখন মধ্যবিত্তের ঘরেও বৈদ্যুতিক পাখার পরিবর্তে যুক্ত হচ্ছে এসি। সময়ের ব্যবধানে বিলাসিতার বদলে যাপিত জীবনের প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে উঠেছে এসি।

এ কারণে এসির বাজার যেমন দ্রুত বাড়ছে, তেমনি তা ছড়িয়ে পড়ছে দেশজুড়ে। জেলা শহরের পাশাপাশি এখন অনেক উপজেলাতেও এসির বিকিকিনি জমজমাট, যা এ যন্ত্রের বাজার বড় করতে বড় ভূমিকা রাখছে। আর বাজার বাড়তে থাকায় এখন এসি দেশে উৎপাদন ও সংযোজন হচ্ছে। দেশে উৎপাদিত এসি বিক্রি দিন দিন বাড়লেও এখনো এ যন্ত্রের চাহিদার বড় অংশই আমদানিনির্ভর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন