হরতালে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে নির্দিষ্ট কিছু এলাকা ছাড়া প্রায় সবখানেই এমন চিত্র দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যা তুলনামূলক কিছুটা কম দেখা গেছে।
হরতালের দিনে রাজধানীর নয়া পল্টন, শাহবাগসহ কয়েকটি এলাকায় বামজোটের শরিক দলগুলোর নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। পল্টন এলাকায় সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা পল্টন মোড়ে মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থান নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকেরা। গাড়ি না পেয়ে অনেককেই হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়।