মুক্তবাজার অর্থনীতি ও অদৃশ্য হাতের কারসাজি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছেই। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই কাজে আসছে না। দৃশ্যত টিসিবির মাধ্যমে খোলা ট্রাকে নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে কয়েকটি পণ্য বিক্রি করা ছাড়া সরকারের বাজার নিয়ন্ত্রণে আর কোনো পদক্ষেপ নেই। হতাশার কথা শুনিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, 'মূল্যবূদ্ধি নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই।' আরেক মন্ত্রী বলেছেন, 'মানুষের আয় বেড়েছে তিন গুণ, ফলে মূল্যবৃদ্ধিতে জনগণের ওপর কোনো চাপই সৃষ্টি হচ্ছে না।' তথ্যমন্ত্রী বলেছেন, দেশে ভিক্ষুক নেই। কষ্টে থাকা মানুষ মন্ত্রীদের এমন মন্তব্যে আরও বেশি ব্যথিত।
প্রতিবারই রমজানের আগে জিনিসপত্রের দাম বেড়ে যায়। সংযমের মাসে অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভে কোনো সংযম প্রদর্শন করেন না। আমরা জানি, মুসলিমপ্রধান দেশগুলোতে সংযমের মাস রমজানে জিনিসপত্রের দাম হ্রাস পায়। আমাদের দেশে ঘটে উল্টো। ধর্মীয় মূল্যবোধ যেন মুনাফা লাভের নেশার কাছে হেরে যায়।