কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

থাইল্যান্ডে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১

জাগো নিউজ ২৪ থাইল্যান্ড প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ২০:০৮

থাইল্যান্ডে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির চাও ফ্রায়া নদীতে এ দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানা গেছে, রোববার (২৭ মার্চ) ফ্রা সামুত চেদি জেলার চাও ফ্রায়া নদীতে তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে একজন ক্রুর মৃত্যু হয় ও অন্য একজন আহত হন।


বুনউইপা উদ্ধারকারী দল জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৫০মিনিটে আমপারা-৮ নামক ট্যাঙ্কারটি ব্যাংকক যাওয়ার পথে এ দুর্ঘটনারকবলে পড়ে। বিস্ফোরণের পর এটির সামনের অংশে আগুন ধরে যায় ও আকাশের দিকে ধোঁয়া উড়তে থাকে। উদ্ধারকারী দল মৃত ও আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে। তাছাড়া ১৪ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর জাহাজের আগুন নেভাতে অগ্নিনির্বাপক নৌযান, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও