ভয়ংকর যুদ্ধ! ছাগলকে উচিত শিক্ষা ময়ূরের

eisamay.com প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৯:৩৪

ছাগল ও ময়ূরের যুদ্ধের। এক ছাগল ভেবেছিল সে নিজে খুবই শক্তিশালী। এর ফলে নিজের থেকেই যায় ময়ূরের সঙ্গে যুদ্ধ করতে। ওই ছাগলের মনে হয়তো ধারণা ছিল সেই সবথেকে বেশি শক্তিশালী এবং ময়ূর খুবই দুর্বল। কিন্তু সে নিজেও হয়তো ভাবতে পারেনি তাকে এভাবে পাল্টা টেক্কা দিয়ে বাজিমাত করবে সেই ময়ূর।


ওই ছাগল এমন ফাঁদে পড়ে যে নিজেই ময়দান ছেড়ে পালাতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু, ওই ময়ূর উপযুক্ত শিক্ষা দেওয়া শুরু করে সেই ছাগলকে। ময়ূর ও ছাগলের সেই যুদ্ধের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো Viral। এক নজরে দেখে নিন Viral হওয়া সেই ভিডিয়ো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে