খুঁজছিলেন গুপ্তধন, পেলেন কামানের গোলা
প্রথম আলো
প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৯:২৩
ক্রেইগ ও’নিলের কাজ হলো গুপ্তধন খুঁজে বেড়ানো। পাহাড় থেকে সমুদ্র, জঙ্গল থেকে মরুভূমি গুপ্তধনের সন্ধানে ঘুরে বেড়ান তিনি। এ কাজ করতে গিয়ে তাঁর কপালে যদিও গুপ্তধন জোটেনি, তবে খুঁজে পেয়েছেন কামানের একটি পুরোনো গোলা।
প্রত্নতত্ত্ববিদেরা বলছেন, ক্রেইগ ও’নিলের খুঁজে পাওয়া কামানের গোলাটি সপ্তদশ শতকের।
মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে গত বৃহস্পতিবার বলা হয়েছে, ক্রেইগ ও’নিলের বাড়ি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পন্টে ভেদ্রা সৈকতসংলগ্ন এলাকায়। সম্প্রতি তিনি গুপ্তধনের সন্ধান করছিলেন ফ্লোরিডার ভিলানো সৈকত এলাকায়। সেখানেই তিনি পুরোনো কামানের গোলাটির সন্ধান পান।