কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেরি সংকটে দৌলতদিয়ায় যানবাহনের লম্বা সারি

জাগো নিউজ ২৪ দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী প্রকাশিত: ২৭ মার্চ ২০২২, ১৮:১৮

দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে ফেরি সংকটে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে শতশত যানবাহন। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি। এসময় ট্রাকগুলোকে ফেরির জন্য সড়কে ঘণ্টার পর ঘণ্টা এবং কোনো কোনো সময় এক থেকে দুই দিনও অপেক্ষা করতে হচ্ছে।


এছাড়া সিরিয়ালে থাকা যাত্রীবাহী যানবাহনগুলোকেও ফেরির জন্য কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। ফলে তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়ছেন যাত্রী, চালক ও তার সহকারীরা। সেইসঙ্গে রয়েছে গোসল, খাবার ও টয়লেট সমস্যা। এদিকে ট্রাকগুলো দীর্ঘসময় নদী পারের অপেক্ষায় থেকে সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে বেড়ে যাচ্ছে ট্রাকের চালক ও শ্রমিকদের খরচ।


রোববার (২৭ মার্চ) বিকেল ৫টার দিকে দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে পণ্যবাহী ট্রাক ও অল্পকিছু যাত্রীবাহী যানবাহন সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এছাড়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরের গোয়ালন্দ মোড় সড়কেও প্রায় দুই কিলোমিটার জুড়ে পণ্যবাহী ট্রাক সিরিয়ালে রয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও