পতনের মধ্যদিয়ে পুঁজিবাজারের সপ্তাহ শুরু হয়েছে। দিনভর সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে রোববার (২৭ মার্চ) লেনদেন হয়েছে।
এদিন শেয়ার কেনার চেয়ে বিক্রির চাপের ফলে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।