পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশে বাধার অভিযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের
বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও পেট্রাপোল বন্দর দিয়ে ভারতের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে প্রবেশে করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে ভারতে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের লেখাপড়া।
ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বেশিরভাগ শিক্ষার্থী বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে এসে ভারতে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ এবং ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতি থাকলেও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করছেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।