You have reached your daily news limit

Please log in to continue


লিভভে রুশ হামলা ‘বাইডেনের জন্য বার্তা’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পোল্যান্ড সফরের সময় ইউক্রেইনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভভে রুশ বাহিনী যে রকেট হামলা চালিয়েছে তাকে জো বাইডেনের জন্য মস্কোর বার্তা মনে করছেন লিভভের মেয়র।

বিবিসি জানিয়েছে, শনিবার লিভভে রাশিয়া ব্যাপক রকেট হামলা চালায়, তার কাছেই পোল্যান্ডের এক শহরে বাইডেন ইউক্রেইনীয় শরণার্থীদের সঙ্গে দেখা করেন।

একইদিন বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কসাই’ বলেও অ্যাখ্যা দেন।

পোল্যান্ড সীমান্তবর্তী লিভভে রাশিয়ার বাহিনী এখন পর্যন্ত গুটিকয়েক হামলা চালিয়েছে; ইউক্রেইনের অন্য অনেক শহরের তুলনায় তুলনামূলক নিরাপদ বিবেচিত হওয়ায় এটি দেশছাড়তে ইচ্ছুক ইউক্রেইনীয়দের হাবেও পরিণত হয়েছে।  

রাশিয়া সম্প্রতি বলেছে, তাদের ইউক্রেইনে অভিযানের প্রথম পর্ব শেষ; মূল লক্ষ্য এখন দনবাসকে পুরোপুরি মুক্ত করা।

তুমুল প্রতিরোধের মুখে পড়া মস্কো এভাবে ‘টার্গেট’ ছোট করে ‘মুখ রক্ষার’ পথ বেছে নিয়েছে বলে অনেকে মনে করলেও শনিবার লিভভে রকেট হামলা এবং কিইভের আশপাশে রাশিয়ার আক্রমণের তীব্রতা সে কথা বলছে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন