বোলাররা হয়ে উঠলেন ব্যাটার, উইন্ডিজ পেলো লিড
টপ অর্ডারের পর ধস নামলো ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারে, তাতে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর সুবাতাস পাচ্ছিল ইংল্যান্ড। তবে বোলাররা ব্যাটার হয়ে ওঠায় দৃশ্যপট পাল্টে গেলো। উইকেটকিপার জোশুয়া দা সিলভার দুর্দান্ত হাফসেঞ্চুরি অবশ্যই মুখ্য ভূমিকায়, তবে দুই পেসার আলাজারি জোসেফ ও কেমার রোচের ব্যাটিং প্রদর্শনীও নিশ্চিতভাবে সামনে আসবে। তাদের মিলিত চেষ্টায় খাদের কিনারায় পড়া ক্যারিবিয়ানরাই উল্টো লিড নিয়ে শেষ করেছে দ্বিতীয় দিনের খেলা।
গ্রেনাডা টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ উইকেটে ২৩২ রান। ২০৪ রানে অলআউট হওয়া ইংল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ২৮ রানের। তৃতীয় দিন শুরু করবেন ৫৪ রানে অপরাজিত থাকা দা সিলভা ও ২৫ রানে ব্যাট করা কেমার রোচ।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ব্যাটিং
- ব্যাটিং অর্ডার