অস্কার ২০২২: অন্যরকম মজার ১৮ ঘটনা
হলিউডের এবারের পুরস্কার মৌসুমের সমাপ্তি টেনে দেবে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক অনুষ্ঠান অস্কার। ২৭ মার্চ (বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ মার্চ ভোর) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এবারের মনোনয়ন তালিকা ঘেঁটে পাওয়া গেলো কিছু নতুন রেকর্ডের সম্ভাবনা, আকর্ষণীয় ও অন্যরকম মজার গল্প।
যাকে নিলে মনোনয়ন নিশ্চিত!
চলচ্চিত্র পরিচালকরা অস্কার মনোনয়ন পেতে চাইলে কেট ব্ল্যানচেটকে নিলেই কাজ হয়ে যেতে পারে! সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত সবচেয়ে বেশি (৯) ছবির অভিনেত্রী এখন তিনি। তার অভিনীত ‘এলিজাবেথ’ (১৯৯৮), ‘লর্ড অব দ্য রিংস’ ট্রিলজি (২০০১-২০০৩), ‘দ্য এভিয়েটর’ (২০০৪), ‘বাবেল’ (২০০৬), ‘দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন’ (২০০৮) সেরা চলচ্চিত্র শাখায় মনোনয়ন পেয়েছে। এবারের আসরে সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত ‘ডোন্ট লুক আপ’ এবং ‘নাইটমেয়ার অ্যালি’ ছবি দুটিতে দেখা গেছে তাকে। সেরা চলচ্চিত্র শাখায় মনোনীত সবচেয়ে বেশি (আটটি) ছবির অভিনেত্রীর রেকর্ডটি এতদিন ছিল প্রয়াত ব্রিটিশ-আমেরিকান তারকা অলিভিয়া ডা হাভিল্যান্ডের দখলে।