লুনানা: যে সিনেমা নিয়ে অস্কারের মঞ্চে ভুটান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১৩:৫৯

গত ২০ বছর ধরেই অস্কার কমিটি চাইছিল, কিন্তু পাচ্ছিল না; শেষে একটি সিনেমা এল, তাতেও বাঁধল বিপত্তি। সেই বাধা পেরিয়ে এল ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। আর এটি নিয়ে অস্কারের মঞ্চে এখন ভুটান।


রোববার রাতে হলিউডের ডলবি থিয়েটারে অস্কারের যে বর্ণাঢ্য আসর বসতে যাচ্ছে, তাতে বিদেশি সিনেমার শ্রেণিতে লড়ছে ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’। একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়নে এটাই দক্ষিণ এশিয়ার দেশটির প্রথম চলচ্চিত্র।


এর আগে ১৯৯৯ সালে অস্কারে ভুটান থেকে পাঠানো হয়েছিল ‘দ্য কাপ’ চলচ্চিত্রটি; কিন্তু তা বাছাই পেরিয়ে চূড়ান্ত মনোনয়ন পায়নি।


এরপর অস্কারের আসরে ভুটানের দীর্ঘ অনুপস্থিতি। অস্কার কমিটি ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় বারবার সিনেমা আহ্বান করছিল, কিন্তু প্রতিবারই তাদের নিরাশ হতে হচ্ছিল।


২০ বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ভুটান দ্বিতীয়বারের মতো অস্কারে জমা দেয় ‘লুনানা: আ ইয়াক ইন দ্য ক্লাসরুম’ চলচ্চিত্রটি। কিন্তু কারিগরি কিছু শর্ত পূরণ না করায় সে বছর সিনেমাটিকে ‘অযোগ্য’ ঘোষণা করে অস্কার কর্তৃপক্ষ। সেই সিনেমাটিই আবার নিয়ম মেনে ২০২১ সালে অস্কারে জমা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও