নেত্রকোনায় স্বাধীনতা দিবসের কর্মসূচিতে বিএনপির ওপর ‘যুবলীগের হামলা’, আহত ১০

এনটিভি কলমাকান্দা প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১২:১৫

নেত্রকোনায় স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে বিএনপির ওপর যুবলীগের হামলার অভিযোগ উঠেছে। কমলাকান্দায় হামলার এ ঘটনা ঘটে।


হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি উপজেলা বিএনপির। তবে, যুবলীগ এ ঘটনা অস্বীকার করেছে। আর পুলিশ বলছে, দুজন আহতের ঘটনা ঘটেছে। তবে, পুলিশের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি।


সারা দেশের মতো নেত্রকোনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হচ্ছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নেত্রকোনা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। জেলার কলমাকান্দায় উপজেলায়ও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


জানা যায়, কলমাকান্দায় বিএনপির নেতাকর্মীরা শহীদ বেদিতে ফুল দিতে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা অর্তকিতে হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন গুরুতর আহত উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মতিন।


আব্দুল মতিন বলেন, ‘যুগ্ম আহবায়ক টুটুন মিয়া, সদর যুবদল সভাপতি মো. আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রবীনসহ কয়েকজন যুবলীগের হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। শহীদদের বেদিতে ফুল দিতে যাওয়ার সময় যুবলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালালে আহত হন অন্তত ১২ জন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও