You have reached your daily news limit

Please log in to continue


আসছে ইলেকট্রিক গাড়ি, এক চার্জে চলবে ৪০০ কিলোমিটার

আগামী মাসে ভারতে টাটা নিক্সন ইলেকট্রিক গাড়ির নতুন একটি ভার্সন আনছে টাটা মোটরস। গাড়িটি ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে একবারের চার্জে। আগামী ৬ এপ্রিল ভারতে একটি ভার্চ্যুয়াল প্রেস মিটের আয়োজন করেছে টাটা মোটরস। ধারণা করা হচ্ছে, সেদিনই ভারতে টাটা নিক্সন ইভির লং-রেঞ্জ ভার্সন বা ২০২২ টাটা নিক্সন ইভির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হবে।

২০২০ সালে ভারতে টাটা নিক্সেন প্রথম ইলেকট্রিক গাড়ি নিয়ে আসে। আগের মডেলের মতোই নতুন টাটা নিক্সন ইভিটিও ৩০.২ কেডব্লুএইচ ভার্সন বাজারে আনা হচ্ছে। নতুন গাড়িটিতে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। সেই সঙ্গে ঢেলে সাজানো হচ্ছে নতুন টাটা নিক্সন ইভির ব্যাটারি। গাড়িতে এমনই একটি বড় ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে, এতে একবার চার্জেই ৪০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে গাড়িটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন