কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আক্রমণকারীদের ‘শক্তিশালী আঘাত’ করেছে আমাদের সেনারা: জেলেনস্কি

সমকাল ইউক্রেন প্রকাশিত: ২৬ মার্চ ২০২২, ১০:০১

আক্রমণকারী বাহিনীকে  ইউক্রেনের সেনারা ‘শক্তিশালী আঘাত’ করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।


জেলেনস্কি বলেন, গত এক সপ্তাহ ধরে, আমাদের সশস্ত্র বাহিনী  শত্রুদের ওপর শক্তিশালী আঘাত করেছে।  এতে তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তাদের।


ইউক্রেনের দাবি, এ পর্যন্ত যুদ্ধে রাশিয়ার ১৬ হাজার সেনা নিহত হয়েছেন। যদিও রাশিয়া এক হাজার ৩৫১ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে।


ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, শুনেছি, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী উধাও হয়ে গেছেন।


১১ মার্চের পর থেকে ২৪ মার্চের আগ পর্যন্ত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি। প্রায় দুই সপ্তাহ পর পুতিনের সঙ্গে বৈঠকের ভিডিওতে তাকে সামান্য সময়ের জন্য দেখা যায়।


জেলেনস্কি বলেন, আমাদের সেনাদের প্রতি আমি কৃতজ্ঞ, যারা আক্রমণকারীদের দেখিয়েছেন ঝড় না থাকলেও তাদের জন্য সাগর শান্ত থাকবে না। কেননা, সেখানে আগুন থাকবেই।


‘রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে আমাদের সেনারা রুশ নেতার প্রতি সহজ ও যৌক্তিক বার্তা পৌঁছে দিয়েছেন;  এ বার্তা হলো— আলোচনা জরুরি। অর্থবহ, জরুরিভিত্তিতে এবং ন্যায্য। সমাধান বের করার জন্য, দেরির জন্য নয়’, যোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও