ঘণ্টায় ৬০-৭০ জন ডায়রিয়া রোগী আইসিডিডিআর,বিতে
দুপুরে প্রথমে বমি, এরপর শুরু হয় পাতলা পায়খানা। এমন অবস্থায় পুরান ঢাকার হোসনী দালানের বাসিন্দা ৩৫ বছরের জালু মিয়াকে গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত আইসিডিডিআর,বি (আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ) হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা স্যালাইন দেন, ওষুধও চলে। ভাগ্নে কবির হোসেন জানান, এখন সুস্থ রয়েছেন তিনি।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকালে স্ত্রী সন্ধ্যাকে নিয়ে হাসপাতালে আসেন উজ্জ্বল হালদার। এর আগে, রাত তিনটার দিকে শুরু হয় বমি আর পাতলা পায়খানা। আজ দুপুর দুইটার দিকে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, তার অবস্থা আগের থেকে একটু ভালোর দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা।