কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিসিবির কার্ড পেতে অবস্থান কর্মসূচি

প্রথম আলো জুরাইন প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ২০:০২

শারীরিক প্রতিবন্ধী মেয়ে লুবনাকে নিয়ে তিন সদস্যের সংসার ফিরোজা বেগমের (৭০)। সংসার চলে এই মেয়ের হাত মেশিনে জামাকাপড় সেলাই থেকে আসা আয় দিয়েই। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস এখন পরিবারটির। কম দামে পণ্য কিনতে কয়েক দিন টিসিবির লাইনে দাঁড়িয়েছিলেন ফিরোজা। কিন্তু শারীরিক দুর্বলতার কারণে ভিড়ের মধ্যে ধস্তাধস্তি করে পেরে ওঠেননি তিনি। তাই ঝক্কিঝামেলা এড়িয়ে সাশ্রয়ী দামে পণ্য পেতে চান তিনি। এ জন্য অন্যদের সঙ্গে স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন।


আজ শুক্রবার দুপুরে পূর্ব জুরাইন এলাকায় টিসিবির পণ্য পেতে কার্ডের দাবিতে প্রায় শ খানেক নারী স্থানীয় কাউন্সিলরের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। স্থানীয় কয়েকজনের উদ্যোগে এই কর্মসূচি ডাকা হয়।


এ সময় ফিরোজা প্রথম আলোকে বলেন, বাবাহারা দুই মেয়েকে নিয়ে তিনি খুব কষ্টে চলছেন। টিসিবির লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করার শক্তি তাঁর নেই। এ জন্য ফ্যামিলি কার্ডের দাবিতে তিনি রাস্তায় নেমেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও