![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-90441029,imgsize-73818,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
Google Camera ধরিয়ে দিল চোর! বাজেয়াপ্ত 500 সাইকেল
eisamay.com
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ১৯:০৪
Google Camera ধরিয়ে দিল সাইকেল চোর। অনেকদিন ধরেই এক ব্যক্তির খোঁজ করছিল পুলিশ। কিন্তু, পুলিশ সেই ব্যক্তিকে খুঁজে পেলেও তার বিরুদ্ধে কোনও প্রমান জোগাড় করতে পারছিল না। আসলে ওই ব্যক্তি সাইকেল চোর। সে চুরি করে যাচ্ছিল একের পর এক সাইকেল। পুলিশ তার সাইকেল চুরির খবর পেলেও তার বিরুদ্ধে কোনও সঠিক প্রমান জোগাড় করতে পারছিল না।
পুলিশের কাছে খবর ছিল ওই ব্যক্তি অনেক সাইকেল চুরি করেছে। কিন্তু ওই চোর এত সাইকেল চুরি করে কোথায় রাখছিল তার কোনও হদিস পাচ্ছিল না পুলিশ। এরপর পুলিশ সাহায্য নেয় গুগল আর্থ ক্যামেরার। সেখানেই ধরা পড়ে আসল ছবি। গুগল ক্যামেরায় দেখা যায় যে, ওই ব্যক্তি তার বাড়ির পিছনের এক বাগানে লুকিয়ে রেখেছে সমস্ত সাইকেল। সোশ্যাল মিডিয়ায় Viral হয়েছে সেই ঘটনা।
- ট্যাগ:
- জটিল
- সাইকেল চুরি
- মোটরসাইকেল চোর