মায়ের দুধ থেকে গয়না বানিয়ে কোটি টাকার ব্যবসা
গয়নার কথা বললে প্রথমেই মাথায় আসে ভরি ভরি সোনার দৃশ্যপট। তবে সোনা ছাড়াও, নানা বৈচিত্রপূর্ণ গয়না বাজারে পাওয়া যায়। কিন্তু স্তন্য থেকে তৈরি গয়নার কথা শুনেছেন কখনও? অদ্ভুত শোনালেও সত্যি। সাফিয়া ও অ্যাডম রিয়াধ নামের এক দম্পতি তৈরি করছেন এক বিশেষ ধরনের গয়না; যা তৈরি হচ্ছে স্তন্যদায়িনী মায়ের স্তন্য থেকে। এই বিরল গয়না তৈরির কথা যার মাথায় আসে সেই সাফিয়া নিজেও তিন সন্তানের মা। ২০১৯ সালে এই দম্পতি স্তন্য থেকে গয়না তৈরির একটি প্রতিষ্ঠান গড়েন। আর এরই মধ্যে সেই প্রতিষ্ঠানটির গয়না এতটাই জনপ্রিয়তা পেয়েছে, তার মুনাফা ছাড়াতে চলেছে প্রায় ১৫ কোটি টাকা।
সাফিয়ার কথায়, মায়ের দুধ সন্তানের সঙ্গে এক অবিচ্ছেদ্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়, তাই স্তন্যকে স্মারক হিসেবে রেখে দিতে চান অনেকেই। কেউ কেউ আবার স্তন্যকে মাতৃত্বের উদ্যাপন হিসেবে দেখেন, সন্তানধারণ থেকে সন্তান বড় হয়ে ওঠার মাঝে এই স্তন্যদানের সময়টুকুকেও স্মৃতিতে ধরে রাখতে চান অনেকেই।
- ট্যাগ:
- জটিল
- গয়না
- ট্রেন্ডি গয়না