রাশিয়ার ‘বড়’ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেইনের
ইউক্রেইনের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, তারা রাশিয়ার দখলকৃত বন্দর শহর বারদেনস্কে দেশটির একটি বড় জাহাজ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ওরস্কে আরেকটি জাহাজ ধ্বংস এবং আরও কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে তারা, জানিয়েছে বিবিসি।
ইউক্রেইনের সামরিক বাহিনী দাবি করেছে, ক্রাইমিয়ার দখলকৃত এলাকাগুলোর সঙ্গে স্থলপথে সংযোগ গড়ে তোলার চেষ্টায় রাশিয়া ইউক্রেইনের দক্ষিণাঞ্চলগুলো জয়ের দিকে মনোযোগ দিয়েছে। এ লক্ষ্যে রুশ বাহিনীগুলো দক্ষিণের পোপাসনা, রুবিয়েজনা ও মারিউপোল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত ‘কোনো সাফল্য’ পায়নি।