চার শূন্যপদ পেতে চেষ্টা অনেকের
যুগান্তর
প্রকাশিত: ২৫ মার্চ ২০২২, ০৮:৫৪
আগামী জাতীয় সম্মেলনের আগেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য পদ পূরণ করা হবে। কার্যনির্বাহী সংসদের শূন্য চার সদস্যপদে পরীক্ষিত নেতাদের দেখা যেতে পারে-দলটির শীর্ষ পর্যায় থেকে এমন আভাস পাওয়া গেছে। তবে জাতীয় সম্মেলনের আগে এই পদগুলো পেতে চেষ্টায় রয়েছেন অনেকে।
এদিকে কেন্দ্রীয় কমিটিতে কারা আসছেন? এমন প্রশ্ন এখন দলের ভেতর ও বাইরের নেতাদের মধ্যে। সর্বশেষ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আওয়ামী লীগের দুঃসময়ের নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে বেছে নেওয়া হয়। তাদের সঙ্গে আসেন জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের সন্তান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন।