কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ
ভারতের কলকাতা বন্দরের জেটিতে কন্টেইনার নিয়ে কাত হয়ে ডুবে গেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেরিন ট্রাস্ট-১।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামা প্রসাদ মুখার্জী বন্দরের একটি জেটিতে (সাবেক কলকাতা বন্দর) কন্টেইনার বোঝাই করার সময় জাহাজটি কাত হয়ে যায় বলে জানান এর বাংলাদেশি এজেন্ট ম্যাঙ্গোলাইন শিপিং লিমিটেডের ম্যানেজার হাবীবুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কন্টেইনার নিয়ে শুক্রবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল এমভি মেরিন ট্রাস্ট-১ এর।
“কন্টেইনার লোড করার সময় জাহাজ কাত হয়ে ডুবে যাওয়ার কথা আমরা জেনেছি। জাহাজটি উদ্ধারে স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে।জাহাজে থাকা নাবিকরা সবাই নিরাপদে আছেন।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- জাহাজ ডুবি
- বাংলাদেশি জাহাজ