![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F0d5f9381-d69f-4441-b803-aabc6e65d047%252FTangail_DH0567_20220324_received_488458986270599.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ট্রাক উল্টে সয়াবিন তেল মহাসড়কে
ঢাকা–বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস সড়কে চাকা ফেটে উল্টে যায় উত্তরবঙ্গগামী সয়াবিন তেলবাহী একটি ট্রাক।
এতে কেউ হতাহত না হলেও ট্রাকে থাকা সয়াবিন তেল ছড়িয়ে পড়ে মহাসড়কে। আজ বৃহস্পতিবার দুপুরে বাইপাস সড়কের আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।