‘আমরা নেতিয়ে পড়েছিলাম’, বলছেন বাউচার
বাংলাদেশের বিপক্ষে ৩০ পয়েন্ট বোধহয় ধরেই রেখেছিল দক্ষিণ আফ্রিকা। এমনটা ধরে রাখলে সামগ্রিক বাস্তবতায় কেউ দোষেরও দেখত না। কিন্তু ৩০ পয়েন্ট দূরে থাক সিরিজই যে জেতা হলো না। উল্টো দক্ষিণ আফ্রিকার মাঠে ইতিহাস গড়ল বাংলাদেশ। এতে করে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কার মেঘ জমেছে প্রোটিয়া শিবিরে। সেটা খুব টের পাচ্ছেন তাদের প্রধান কোচ মার্ক বাউচার। কেন তার দলের এই পরিস্থিতি সেই প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি।
ওয়ানডে সুপার লিগে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। ৪৯ পয়েন্ট নিয়ে নয় নম্বরে দক্ষিণ আফ্রিকা। ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করতে থাকতে হবে ৮ দলের মধ্যে।