![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Ftechnology%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2F7pick-20220324164403.jpg)
৫ মিনিটে ফুল চার্জ হবে স্কুটার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৬:৪৪
ওলা স্কুটারের জগতে জনপ্রিয় এক নাম। সমানতালে ওলার বৈদ্যুতিক স্কুটারও নজর কেড়েছে গ্রাহকদের। এবার ইজরায়েলের ব্যাটারি টেকনোলজি সংস্থা স্টোরডট-এর সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপের ঘোষণা করেছে ওলা ইলেকট্রিক।
এক্সট্রিম ফাস্ট চার্জিং টেকনোলজি বা এক্সএফসি প্রযুক্তির পথপ্রদর্শক হলো ইজরায়েলের এই সংস্থাটি। এই পার্টনারশিপের ফলেই স্টোরডটের এক্সএফসি ব্যাটারি প্রযুক্তির অ্যাকসেস পাবে ওলা ইলেকট্রিক। ফলে সংস্থার ইলেকট্রিক স্কুটার মাত্র পাঁচ মিনিটেই ০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ইলেকট্রিক
- বৈদ্যুতিক অবকাঠামো