৩ কারণ: চুলের যত্ন নিতে ব্যবহার করতেই হবে নুন!
রান্নার স্বাদ বাড়াতে নুনের কোনও বিকল্প নেই। তবে ইদানীং অনেকেই শরীরের যত্ন নিতে নুন এড়িয়ে চলেন। বিশেষ করে উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস বা হৃদ্রোগ জনিত কোনও সমস্যা থাকলে নুন খেতে বারণ করেন চিকিৎসকেরা। শরীরের যত্ন না নিলেও চুল ভাল রাখতে নুন কিন্তু দারুণ কার্যকর।
চুলের সমস্যায় কমবেশি অনেকেই ভুগে থাকেন। চুল ভাল রাখতে এবং চুল সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে অনায়াসে ব্যবহার করতে পারেন নুন।নুন কী ভাবে যত্ন নেয় চুলের?১)খুশকির সমস্যা দূর করতে:খুশকির সমস্যায় অনেকেই নাজেহাল হয়ে পড়েন। খুশকি থাকলে চুল ঝরে বেশি। খুশকির কারণে ত্বকেও ব্রণও দেখা দিতে পারে। নুন মাথার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে খুশকির সমস্যা দূর করে। শ্যাম্পুর সঙ্গে এক চিমটে নুন দিয়ে মিশিয়ে মাথার ত্বকে মাখতে পারেন। অথবা নারকেল তেলের সঙ্গেও নুন মিশিয়ে চুলে লাগাতে পারেন। খুশকির সমস্যা কমবে।