আড়ালের মানবসেবীদের খুঁজে পুরস্কৃত করুন: প্রধানমন্ত্রী

বিডি নিউজ ২৪ প্রধানমন্ত্রীর কার্যালয় প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৫:৫৪

দেশ ও মানুষের কল্যাণে যারা আড়ালে থেকে কাজ করে যাচ্ছেন, কখনও নিজেকে প্রকাশ্যে আনেন না, তাদের খুঁজে বের করে পুরস্কৃত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


বৃহস্পতিবার ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের আনাচে-কানাচে অনেক মানুষ পড়ে আছে, যারা মানুষের সেবা করে নিজেদের উদ্যোগে।


“সেই ধরনের মানুষগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে এবং তাদেরকেও পুরস্কৃত করতে হবে।”


প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের নিজ হাতে পুরস্কার তুলে দেন শেখ হাসিনা।


স্বাধীনতা পদক পাওয়া গুণীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “যারা মানুষের কল্যাণে অবদান রেখে যাচ্ছেন, দেশের উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। হয়ত তারা কখনো প্রচারে আসে না। তারা দৃষ্টি সীমার বাইরে থাকে। তাদেরকে খুঁজে বের করে তাদেরকে পুরস্কৃত করা উচিত এই কারণে যে, তাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও শিখবে, অন্যরাও শিখবে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও