![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2022%2F03%2F24%2Fdebashree.jpg%3Fitok%3DiqxP3P7a)
কখনও প্রেমিক, কখনও ভাই—মনখারাপ, স্মৃতিকাতর দেবশ্রী
এনটিভি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৪:৪০
প্রথমে তাপস পাল, এবার অভিষেক চট্টোপাধ্যায়—কাছের বন্ধুদের মৃত্যুতে শোকে কাতর কলকাতার একসময়ের জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়। আজ বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। চার দশকের দীর্ঘ ক্যারিয়ার অভিষেকের। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ বিনোদন অঙ্গন। আনন্দবাজার ডিজিটালকে দেবশ্রী রায় বলেছেন, ‘আচমকা নেই হয়ে যাচ্ছে কাছের বন্ধুরা। খবরটা শোনার পর থেকেই মনখারাপ। অনেক স্মৃতি ভিড় করে আসছে।