![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://bucket.barta24.com/uploads/category/2022/Feb/03/1643893353395.jpg&path=/uploads/news/2022/Mar/24/1648111867896.jpg&width=600&height=315&top=271)
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এজিএম
বার্তা২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৪:৫১
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধি ড. আরিফ সুলেমান, পরিচালক মোহাম্মদ সোলায়মান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম, মুহাম্মদ মুনিরুল মওলা, জে.কিউ.এম. হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী, মোহাম্মদ আলী, মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম, কোম্পানি সেক্রেটারি মো. রিফাত হোসেনসহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। সভায় প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।