You have reached your daily news limit

Please log in to continue


গান নিয়ে দৃষ্টি আনামের ছুটে চলা

সাত বছর বয়সে গান শেখাার মাধ্যমে গানের জগতে পদচারণা শুরু হয় ফারজানা আনাম দৃষ্টির। যাকে সবাই দৃষ্টি আনাম নামেই চেনেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করেন ও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহার করেন কিন্তু দৃষ্টির আনামের গান শুনেনি এমন মানুষ হয়ত কমই আছে।

২০১৫ সালে অনেকটা শখের বশেই ইউটিউবে চ্যানেল খুলেন দৃষ্টি, সেই শখটাকে আরও মধুময় করতে ২০১৭ সালে প্রকাশ করেন নিজের প্রথম কাজ। প্রথম কাজেই দেখা মিলে সফলতার, প্রথম দু’টি গানই হিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরিচয় ঘটে সংগীতায়নে। গায়িকা হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত চার বছরে বেশি সময় ধরে নিজের ইউটিউব চ্যানেল থেকে ২০টিরও বেশি কভার গান প্রকাশ করেছেন দৃষ্টি। গানগুলোতে সফলতাও চোখেপড়ার মতো। এসব গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ‘ঈদ স্পেশাল ম্যাশআপ’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন