সাপ ধরে জারে ভরে ‘গুগলে সার্চ’, আঁতকে উঠেন দোকানি

ডেইলি বাংলাদেশ শিবচর প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ১৩:০৫

মাদারীপুর জেলার শিবচর থেকে বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপকে ধরে প্লাস্টিকের জারি বন্দি করে রেখেছেন মুদি দোকানি লিটন মিয়া।


সোমবার উপজেলার বাংলাবাজার ঘাটের দোকান থেকে সাপটি ধরা হয়। 


জানা গেছে, উপজেলার বাংলাবাজার ঘাটের মুদি দোকানি অনন্যা স্টোরের মালিক লিটন মিয়া তার দোকানের ভেতর ফ্রিজের পাশে সাপটি দেখতে পান। প্রথমে অজগর সাপের বাচ্চা ভেবে পাশের দোকানিকে ডেকে সাপটি ধরার চেষ্টা করেন। সাপটি শারিরিকভাবে কিছুটা দুর্বল থাকায় তারা দু'জন মিলে কৌশলে সেটি ধরে একটি প্লাস্টিকের জারে আটকে ফেলেন। পরে তারা জানতে পারেন সাপটির নাম রাসেল ভাইপার।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও