Skin Care Tips: সানস্ক্রিন ব্যবহার করেও ফল পাচ্ছেন না? নিজের জন্য কেমন সানস্ক্রিন কিনবেন
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৯:৫৫
অতিরিক্ত দূষণে ত্বকের বারোটা বাজছে। তার উপর যদি সানস্ক্রিন না লাগান, তা হলে রোদে ত্বকের আরও ক্ষতি হতে পারে। সারা ক্ষণ মাস্ক পরে থাকলে মুখের ত্বক একটুতেই বেশি ঘেমে যায়। তাই অনেকে সানস্ক্রিন না মেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন। এই ভুল কখনওই করবেন না।
কেবল সানস্ক্রিন ব্যবহার করলেই হল না, সঠিক সানস্ক্রিন বাছাই করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন ত্বকের জন্য কেমন সানস্ক্রিন জরুরি, তা আমরা অনেকেই জানি না। কোন ধরনের সানস্ক্রিন আপনার ত্বকের জন্য উপযুক্ত, তা জেনে নেওয়া দরকার।১) শুষ্ক ত্বকের ক্ষেত্রে ময়শ্চারাইজিং সানস্ক্রিন ব্যবহার করলে সবচেয়ে ভাল ফল পাবেন।