রমজানে দ্রব্যমূল্য নিয়ে অপকৌশল করলে শাস্তির ব্যবস্থা: ওবায়দুল কাদের
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১৮:৪৩
দ্রব্যমূল্য নিয়ে বিএনপির অপরাজনীতি মাঠে মারা গেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সরকার দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীলতা আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। রমজানে যাতে মানুষের ভোগান্তি না হয় সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশনা দিয়েছেন। কেউ অপকৌশল গ্রহণের মাধ্যমে মানুষের দুর্ভোগ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন।
আজ বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লাগাতার মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কাদের এ কথা বলেন।